"কলকাতার ৯০ শতাংশ মানুষের টিকাকরণ (Vaccination) হয়ে গেছে। মানুষকে উৎসাহ দিতে টিকা নিয়ে আরও প্রচার চালাচ্ছে রাজ্য সরকার। করোনার (Covid 19) বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে।" শনিবার পুরভোটের প্রচারে এসে এমনটাই জানালেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
ফিরহাদ হাকিম বলেন, "টিকাকরণ নিয়ে আমরা প্রাণপণ চেষ্টা করছি যাতে মানুষের মধ্যে উৎসাহ আসে। যাতে মানুষ নেয়। আপনারা জেনে আনন্দিত হবেন, কলকাতায় ৯০ শতাংশ মানুষের সেকেন্ড ডোজের টিকা হয়ে গেছে। আমরা আরও প্রচার চালাচ্ছি, যাতে মানুষ টিকা নেওয়ায় উৎসাহিত হয় এবং টিকা নেয়।"
ট্রায়াল (Vaccine Trail) চলাকালীন টিকা নেন ফিরহাদ হাকিম নিজে। তা নিয়ে তিনি বলেন, "আমি প্রথম টিকা নিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে, টিকা নিরাপদ। বোঝানোর চেষ্টা করেছিলাম যে, সবাই আসুন, আমরা টিকা নিই। সবাই নিরাপদে থাকি। করোনার বিরুদ্ধে যে লড়াই, সেটাকে আরও জোরদার করি।"
শনিবার কলকাতা পুরভোটের প্রচারে চেতলা লকগেটের সামনে প্রচার সারেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম।