এ যেন এক মায়ের হাতের আরেক মা পূজিতা হচ্ছেন। কলকাতার ৬৬ পল্লীর মন্ডপে ঢুকলে এমনই বিরল দৃশ্যের সাক্ষী হতে পারেন আপনিও। এই প্রথমবার, সেখানে দীর্ঘদিনের ঐতিহ্য-পরম্পরাকে ভেঙ্গে চার মহিলা পুরোহিতদের দ্বারা পূজিতা হচ্ছেন দেবী দুর্গা। নন্দিনী, সেমন্তী, পৌলমী ও রুমা এই চারজন পুরোহিতকে নিয়েই এই শুভমস্তু দল। যে দলকে পুজোর দায়িত্ব দিয়ে দুর্গাপুজোর ইতিহাসে যেন বিপ্লব ঘটিয়ে দিল ৬৬ পল্লী।
নিত্যনতুন ছকভাঙা কনসেপ্ট সামনে এনে প্রতিবারই চমকে দেয় ৬৬ পল্লী। এক অর্থে বললে এবার তাদের চমক এটাই বারোয়ারি পুজো মহিলাদের পৌরোহিত্য। ক্লাবের তরফে বলা হচ্ছে, সনাতনী নিয়ম মেনে পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান হবে, কিন্তু তা হবে ৪ মহিলার হাত ধরে। আর এটাই এবারের থিম।
মহিলা পুরোহিতদের এই দলের প্রধান নন্দিনী ভৌমিক কলকাতা শহরে জনপ্রিয় নাম। লেডি ব্রেবোর্ন কলেজের প্রাক্তন ছাত্রী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অতিথি অধ্যাপক নন্দিনী দেবী পৌরহিত্য করেন বহু ধর্মীয় অনুষ্ঠানেই। তাঁর আগলভাঙার গল্প নিয়ে ইতিমধ্যে "ব্রক্ষ্মা জানেন গোপন কম্মটি" নামে একটি সিনেমাও মুক্তি পেয়েছে। এবার নন্দিনীরা সমবেতভাবে আরও বড় পরিসরে নিজেদের ছাপ রাখতে চাইছেন। আর তাঁদের সেই মঞ্চ দিয়েছে ৬৬ পল্লী।