1. home
  2. > লাইফস্টাইল

newslist

replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

ডাবর, পতঞ্জলি-সহ দশটি নামী ব্র্যান্ডের মধুতে ভেজাল, উঠে এল তদন্তে

Dec 03, 2020 14:41 IST

বিশুদ্ধ মধু নয়, বরং চিনির রস মিশিয়ে ভেজাল মধু বিক্রি করছে দেশের প্রথম সারির অধিকাংশ মধু প্রস্তুতকারক সংস্থা। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়ারনমেন্ট দাবি করছে এমনটাই। দেশের ১৩ টি নামী ব্র্যান্ডের মধুর নমুনা পাঠানো হয়েছিল জার্মানির গবেষণাগারে। সেখানে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেসোন্যান্স টেস্টিং মাধ্যমে দেখা গিয়েছে স্যাফোলা-সহ মোট তিনটি ব্র্যান্ডের মধু গুণগত মানের মাপকাঠিতে পাশ করেছে। ডাবর, পতঞ্জলি, বৈদ্যনাথ-সহ বাকি ১০ টি ব্র্যান্ডের মধু বিশুদ্ধতার মাপকাঠিতে ফেল করেছে। সিএসই ডিরেক্টর সুনীতা নারিন জানিয়েছেন, চিনির অতিরক্ত ব্যবহার কোভিড-১৯ এর ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। তদন্তে ধরা পড়েছে চিন থেকে আমদানি হওয়া সস্তার চিনির রস মিশিয়ে দেওয়া হচ্ছে মধুতে।