সাড়ে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল। অভিযোগ, ধর্ষণের প্রমাণ লোপাটের জন্য পুকুরে পুঁতে দেওয়া হয় দেহ। এই ঘটনায় ওই শিশুর প্রতিবেশী এক যুবক, তার বাবা এবং মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা জানাজানি হতেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরের অমরপুর গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত যুবককে গণধোলাই দেয়। ঘটনার খবর পেয়ে হাজিরা হয় পটাশপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা পুলিশকে দেখে বিক্ষোভ দেখাতে থাকে। উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অভিযুক্ত যুবক শুভেন্দু ঘটক, তার বাবা ও মাকে পুলিশ থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে মৃত শিশুকন্যার বয়স পাঁচ বছর।