চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর পর ২৪ ঘণ্টা কেটে গেল। তারপর টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
রবিবার দুপুরে টুইট করেন রাজ্যপাল ধনখড় লেখেন, “সকলের হিংসার নিন্দা করা উচিত। অশান্তি বন্ধ করতে সকলেরই উদ্যোগী হওয়া দরকার। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। কোচবিহারের হিংসার জেরে প্রাণহানি হল। এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ও দুঃখজনক। শাসকের নিজেদের রাজধর্ম পালন করা উচিৎ। সরকারি কাজে নিযুক্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ও আধাসেনার প্রতি সম্মান দেখানো উচিৎ।” রাজনীতিক মহলের অনেকেরই মত, এই ক্ষেত্রে নাম না করে আসলে মমতাকেই বিঁধেছেন ধনখড়।
Sonu Sood on board exams in pandemic: don’t think students are ready, it’s unfair
ALTBalaji apologises after poster of series 'His Story' is called out for plagiarism