৯ বছরের ছোট্ট ছেলেটির স্বপ্ন আকাশের বুকে ভেসে বেড়ানো। সে চায় বিমান ওড়াতে। সে কথা জানতে পেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাকে সুযোগ করে দিলেন একেবারে বিমানের ককপিটে বসে পাইলটের সঙ্গে কথাবার্তা বলার! পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহুল সকলের সঙ্গে শেয়ার করলেন কেরলের ছোট্ট অদ্বৈতর স্বপ্নের কথা। সেই সঙ্গে মনে করিয়ে দিলেন, এমন সমাজ ও পরিকাঠামো গড়তে হবে যেখানে এমন বালকদের স্বপ্নকে সত্যি করে তোলা সম্ভব হবে। রাহুল নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে ৫০ বছরের রাজনীতিবিদকে বিমানের ককপিটে বসে কথা বলতে দেখা যাচ্ছে ৯ বছরের অদ্বৈতের সঙ্গে। রাহুল ও বিমান চালক মিলে তাকে বিমান চালানোর কলাকৌশল সম্পর্কে শেখাচ্ছেন। ভিডিও শেয়ার করে রাহুলের বার্তা, 'কোনও স্বপ্নই খুব বড় নয়।'